Pancha Batir Patai Patai | পঞ্চ বটির পাতায় পাতায় তোমারি নাম লেখা | লক্ষণ দাস বাউল (বোলপুর)

2022-09-12 19

Pancha Batir Patai Patai | পঞ্চ বটির পাতায় পাতায় তোমারি নাম লেখা | লক্ষণ দাস বাউল (বোলপুর)

পঞ্চবটীর পাতায় পাতায় তোমার নামটি লেখা
আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা!
ভাগরথীর তীরে তুমি পেয়েছিলে মায়
মা জননী দিলেন দেখা তোমার সাধনায়
কীর্তি তোমার রয় ঘুমায়ে , ঘুমায় চরণ রেখা।।
পঞ্চবটী পেয়েছে প্রাণ তোমার আর্শীবাদে
পাখীর গানে মুখর যে হয় দিনের অবসানে।
আজ তুমি নাই প্রাণের ঠাকুর কাঁদে আমার মন
নীরবে আজ কাঁদে তোমার পঞ্চবটী বন,
ভবতারিণী ও কাঁদে শূন্য কোলে একা
আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা।।"

Videos similaires